ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০২১-২২ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টাল এর ২০২১-২২ সালের সমাধানসহ প্রশ্ন।
1. উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?
(a) অরীয় বান্ডল
(b) সমদ্বিপার্শ্বীয় বান্ডল
(c) সমপার্শ্বীয় বান্ডল
(d) কেন্দ্রিক বান্ডল
2. NH4+ ও PH4+ আয়নের অরবিটাল সংকরণ কোনটি?
(a) sp3d
(b) sp²
(c) sp
(d) sp3
3 . একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসাবে আচরণ করে-
(a) উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায়
(b) নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়
(c) নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রায়
(d) উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায়
4. নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা অধঃক্ষেপ দেয়?
(a) CH3-CH₂C=CH
(b) CH3-C=C-CH3
(c) CH3-CH-CH2
(d) CH3CH₂-CH3
5. সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত অণু ATP তৈরি করে?
(a) 38
(b) 16
(c) 24
(d) 2
6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (বাংলাদেশ) এর বিচারালয় কোথায় অবস্থিত?
(a) শিক্ষা ভবন
(b) বিচার প্রশাসন ট্রেনিং সেন্টার
(c) কার্জন হল
(d) হাইকোর্ট ভবন
7. উদ্ভিদের শোষিত পানির কত শতাংশ প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায় ?
(a) 1%
(b) 10%
(c) 99%
(d) 80%
৪. উচ্চ ফলনশীল ধান B-10 কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়েছে?
(a) কৃত্রিম ক্রসিং
(b) পার্থেনোজেনেসিস
(c) টিস্যু কালচার
(d) কৃত্রিম শংকরায়ন
13. কোনটি উভলিঙ্গ পুষ্প?
(a) তাল
(b) কুমড়া
(c) লাউ
(d) জবা
14. সালোক সংশ্লেষণে আলোর উপস্থিতিতে পানির বিভাজনকে বলা হয়-
(a) ফটোফসফোরাইলেশন
(b) গ্লাইকোলাইসিস
(c) ফটোসিস্টেম
(d) ফটোলাইসিস
15 . কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়?
(a) cytokinesis
(b) interkinesis
(c) karyokinesis
(d) metakinesis
16. উদ্ভিদের কান্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী?
(a) জাইলেম
(b) ক্যাম্বিয়াম
(c) ফ্লোয়েম
(d) কর্টেক্স
17. কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত?
(a) রেস্ট্রিকশন এনজাইম (restriction enzyme)
(b) প্লাজমিড (plasmid)
(c) ইন্টারফেরন (interferon)
(d) লাইগেজ এনজাইম (ligase enzyme)
18. Choose the sentence without a personal pronoun-
(a) We have to leave, so give our seats to them
(b) She told us that we were late for the party
(c) I said that she told him to leave us alone
(d) There was a river in the distance
19. কোনটি Live attenuated ভ্যাক্সিন ?
(a) হাম
(b) হেপাটাইটিস বি
(c) টিটেনাস
(d) ইনফ্লুয়েঞ্জা
20. কোন hormone পাকস্থলির এসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে?
(a) কোলোসিস্টোকাইনিন
(b) সিক্রেটিন
(c) এন্টেরোকাইনিন
(d) গ্যাস্ট্রিন
21. নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে?
(a) সাক্সিনিক এসিড (Succinic acid)
(b) সাইট্রিক এসিড (Citric acid)
(c) ম্যালিক এসিড (Malic acid)
(d) অ্যাসিটাইল কো-এ (Acetyl Co-A)
22. মানব শরীরে কোন কোষ বিভাজন হয় না?
(a) Virus
(b) RBC
(c) T-lymphocytes
(d) germ cell
23. বিশ্ব স্থাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড ১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষনা করে?
(a) ৮ মার্চ ২০২২
(b) ৩১ ডিসেম্বর ২০১৯
(c) ১১ মার্চ ২০২০
(d) ৩০ জানুয়ারী ২০২০
24. গমের বৈজ্ঞানিক নাম কি ?
(a) Oryza sativa Linn
(b) Triticum aestivum Linn
(c) Bambusa tulda Linn
(d) Zea mays Linn
25. নিচে কোনটি পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত নয় ?
(a) ভুট্টা
(b) আখ
(c) গম
(d) ঢেঁড়স
26. কোন কোষ বিভাজন পদ্ধতিতে RBC তৈরি হয়?
(a) synopsis
(b) mitosis
(c) meiosis
(d) amitiosis
27. Which of the following is an example of present perfect continuous tense ?
(a) The baby is crying
(b) The baby was crying
(c) The baby had been crying
(d) The baby has been crying
28. স্বাভাবিক অবস্থায় হৃদপিন্ডের পেসমেকার কোনটি?
a) Bundle of His
(b) SA node
(c) AV node
(d) Purkinje fiber
29. নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
(a) বাদুর (Bat)
(b) ক্যাঙ্গারু (Kangaroo)
(c) প্লাটিপাস (Platypus)
(d) সীল (Seal)
30. দালাল আইন বাতিল হয় কোন সালে-
(a) ১৯৭৭
(b) ১৯৭৫
(c) ১৯৭৪
(d) ১৯৭৬
31. নিচের কোন রক্তকণিকাটি স্মৃতিকোষ?
(a) বেসোফিল
(b) মনোসাইট
(c) নিউট্রোফিল
(d) লিম্ফোসাইট
32. কোনটি প্লাজমা প্রোটিন নয়?
(a) ক্রিয়েটিনিন
(b) ফাইব্রিনোজেন
(c) আ্যালবুমিন
(d) গ্লোবুলিন
33. কোন হরমোন রক্তে Na+ এবং K+ এর সমতা রক্ষা করে ?
(a) ইনসুলিন
(b) থাইরোক্সিন
(c) এলডোস্টেরন
(d) এড্রেনালিন
34. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
(a) এক-কক্ষ
(b) দ্বি-কক্ষ
(c) তিন-কক্ষ
(d) এক-কক্ষ ও দ্বি-কক্ষ
35. কোন অ্যালকোহলটি নিরুদিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না ?
(a) CH3CH(OH)CH₃
(b) CH3CH₂OH
(c) CH3OH
(d) CH3CH₂C(OH)(CH₃)₂
36. s-ব্লক ও p ব্লক মৌল সংখ্যার ক্রম কোনটি?
(a) 36, 14
(b) 41, 36
(c) 14, 36
(d) 14, 41
37. যেই সমীকরণটি গ্যাসের চাপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে তার নাম-
(a) আদর্শ গ্যাস সমীকরণ
(b) চার্লসের সূত্র
(c) অ্যাভোগাড্রোর সূত্র
(d) বয়েলের সূত্র
38. Choose the sentence that contains the correct appropriate preposition?
(a) I conform to you with his point
(b) this climate is congenial to my health
(c) I confess of this weakness
(d) we condoled to him on his loss
39. Choose the correct form of sentence from the following-
(a) Our football team played bad this afternoon
(b) Karim felt badly about the loss the sewer smelled badly
(c) The air in
(d) The medicine does not taste too bad
40. পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি-
(a) আয়নিক যৌগ
(b) H- বন্ধন যৌগ
(c) সন্নিবেশ যৌগ
(d) সমযোজী যৌগ
41. নিচের কোন বিক্রিয়াটি তাপহারী?
(a) N2+O2=2NO
(b) 2H2+O=2H₂O
(c) CH4+2O2= CO2 + 2H2O
(d) C+O₂=CO₂
42. মাটির pH বৃদ্ধি করতে কোনটি ব্যবহৃত হয়-
(a) NH₄NO₃
(b) (NH4)3HPO4
(c) CaO
(d) KNO3
43. যৌগের কেন্দ্রীয় পরমানুটি d³sp³ সংকরিত হলে আকৃতির কিরুপ হয় ?
(a) সমতলীয় বর্গাকার
(b) ক্রিকোনীয় দ্বি-পিরামিড
(c) অষ্টতলকীয়
(d) পঞ্চভুজীয় দ্বি-পিরামিড
44. কোন যৌগটিতে সর্বোচ্চ পোলারায়ন ঘটে?
(a) BeCl2
(b) LiCl
(c) MgCl
(d) NaCl
45.'জাতীয় স্মৃতিসৌধ' এর প্রথম ফলকটি কোন স্মৃতি বহন করে?
(a) শিক্ষা আন্দোলন
(b) শাসনতন্ত্র আন্দোলন
(c) ভাষা আন্দোলন
(d) যুক্তফ্রন্ট নির্বাচন
46. স্বাভাবিক ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
(a) ইনভার্টেজ
(b) ম্যাল্টেজ
(c) ডায়াস্টেজ
(d) জাইমেজ
47. কোন অণুটি পোলার-
(a) CCl4
(b) HI
(c) CH4
(d) H2O
48. কোন কারণে খর পানিতে সাবানের ফেনা হয় না?
(a) বৈদ্যুতিক চার্জ অসার হওয়া
(b) সোডিয়াম কার্বনেট তৈরি করা
(c) pH বেশি থাকা
(d) খর পানির Ca2+ ও Mg2+ আয়ন বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ করা
49. Which of the following is a correct example of demonstrative pronoun ?
(a) This is my coat
(B) These shirts have been ironed properly
(c) This dress belongs to me
(d) Did you see that crazy driver ?
50. ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশনের পদ্ধতির নাম -
(a) আংশিক পাতন
(b) স্টিম পিাতন
(c) দ্রাবক নিষ্কাশন
(d)স্তম্ভ ক্রোমাটোগ্রাফি
51. জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকায় কোন মূলকটি অগ্রগন্য?
(a)-COOH
(b)-SO3H
(c)-CHO
(d) -CONH2
52. নিচের কোনটি তড়িৎ অর্ধপরিবাহীর (Semiconductor) উদাহরণ?
(a) Nb3 Ge -alloy
(b) Aluminum (Al)
(c) Copper (Cu)
(d) Silicon (Si)
53. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন তারিখ?
(a) ১৭ সেপ্টেম্বর ১৯৭৭
(b) ১৭ মার্চ ১৯৭৪
(c) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
(d) ১৭ জুন ১৯৭৬
54.নিচের কোনটি ইলেকট্রোফাইল?
(a) AlCl3
(b) H₂O
(c) NH3
(d) R-OH
55. নিচের কোন সংমিশ্রণটি "স্থায়ী মূল কণিকা"?
(a) proton, neutron meson
(b) electron, neutron deuteron
(c) proton, electron neutron
(d) proton, positron neutron
56. 20 ml 1.5 M NaOH দ্রবণ এবং 1.5 ml 2.0 M NaOH দ্রবন মিশ্রণের ঘনমাত্রা কত?
(a) 1.65 M
(b) 1.5 M
(c) 1.71 M
(d) 1.78 M
57. Select the sentence with a suffix that is an adverb.
(a) The equation that was given to him was solvable
(b) there was a structural defect in the monument
(c) He spoke English fluently
(d) The decoration of the gate was spectacular
58. কেলভিন স্কেলে "পরমশূন্য তাপমাত্রা" কোনটি?
(a) 273°C
(b) -270°C
(c) 273.15°C
(d) -273.15°C
59. নিচের কোনটি গ্যাসীয় বিজারক পর্দাথ?
(a) SO₂
(b)Oxalic Acid
(c) ferrous salt (FeSO₂)
(d) hydrobromic acid (HBr)
60. ডেসিমোল ইথায়নিক এসিড দ্রবণের (Ка = 1.8 × 105) pH কত?
(a) 11.281
(b) 11.821
(c) 2872
(d) 11 128
61. নিচের কোন জোড়া দিয়ে বাফার দ্রবন তৈরী হয়?
(a) CH3COOH and CH3COONa
(b)NH4CI and NH4OH
(c)NaOH and HCL
(d) Na2SO4 and H2SO4
62. Select the correct in the following sentence "I will have studied every tense by the time I finish the course ?
(a) Future perfect tense
(b) Present perfect tense
(c) Past perfect continuous tense
(d) Simple past tense
63. SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ রয়েছে?
(a)1
(b)2
(c)3
(d)4
64. শক্তিশালী অম্ল ও ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রতি মোল পানি উৎপন্ন হতে তাপ উৎপন্ন হয় তার মান হলো-
(a) 65.35 kJ
(b) 273.15 kJ
(c) 70.0 kJ
(d) 57.34 kJ
65. ২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতার ঘোষনা বঙ্গবন্ধু জারী করে কোন মাধ্যমে?
(a) টেলিভিশন
(b) টেলিগ্রাম
(c) ওয়ারলেস
(d) রেডিও
66. Choose the correct expression from the following –
(a) Will you tell me how much is it?
(b) I did not know where are they going?
(c) Why you are angry with me?
(d) Where do you want to go now
67. কোন রক্তকণিকা দেহে antibody তৈরি করে?
(a) নিউট্রোফিল
(b) বেসোফিল
(c) অনুচক্রিকা
(d) বি-লিম্ফোসাইট S
68 . মানবদেহের কোষে কতটি Sex Chromosome থাকে?
a) তিনটি
(b) একটি
(c) চারটি
(d) দুইটি
69. মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়?
(a) টেলিফোনে
(b)টেলিস্কোপে
(c) রেডিওতে
(d) রাডারে
70. Which of the following sentence has the correct subject -verb agreement?
(a) Some people in my office are very annoying
(b)One Hundred dollars is a lot of moneyfor a bottle of wine
(c) Two hours is a long time to wait to see a doctor
(d)Ford in addition to Toyota are lowering its car prices to encourage better sales
71. খুব অল্প সময়ের জন্য খুব বড় মাপের বল প্রযুক্ত হলে তাকে বলে-
(a) ঘাত বল
(b) সংঘর্ষ
(c)সংসক্তি বল
(d) ঘূর্ণন বল
72. অন্ধকারে ছবি তৈালার জন্য ক্যামেরার কোন রশ্মি ব্যবহৃত হয়?
(a) গামা রশ্মি
(b) আল্টা ভায়োলেট রশ্মি
(c) ইনফ্রারেড রশ্মি
(d) এক্র-রে
73. ২০ ওয়াট পা্ওয়ার বলতে কি বুঝায়?
(a) 1 sec 20 J কাজ করে
(b) 1 hrs 20 J কাজ করে
(c ) 20 sec 1 J কাজ করে
(d) 1 min 20 J কাজ করে
74. Choose the correct synonym for the word cheerful ?
(a) dull
(b) apathetic
(c) buoyant
(d) miserable
75. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
(a) কোবাল্ট
(b) বিসমাথ
(c) লোহা
(d) নিকেল
76. কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়?
(a) তড়িৎ চৌম্বক বল
(b) ঘাত বল
(c) মহাকর্ষ বল
(d) সবল নিউক্লিয় বল
77. আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না, কারণ মেঘ একটি
a) তাপবিকিরণকারী পদার্থ –
(b) তাপরোধী পদার্থ
(c) তাপবাহী পদার্থ
(d) তাপশোধনকারী পদার্থ
78. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি করা হলো তার দোলনকাল কত হবে –
(a) 6s
(b) 4s
(c) 12s
(d) 9s
79. নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বাংলাদেশের জন্য গান গেয়েছেন?
(a) জোয়ান বেজ
(b) জন টেলর
(c) অ্যালান গিন্সবার্গ
(d) বব ডিলন
80. 20m উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলে, বালির মধ্যে 1m ঢুকে থেকে গেলে এক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত থাকবে?
(a) শুধুমাত্র গতিশক্তি
(b) ভরবেগ ও গতিশক্তি উভয়ই
(c) শুধুমাত্র ভরবেগ
(d) প্রযুক্ত বল
81. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভরের কি হবে?
(a) বাড়বে
(b) একই থাকবে
(c) বেগের অনুপাত বাড়বে
(d) কমাবে
82. বর্তনীর মূল প্রবাহ কত?
(a) 0.268A
(b) 0.6A
(c) 0.59A
(d) 1.26A
82.বর্তনীর মূল প্রবাহ কত ?
(a) 0.268 A
(b) 0.6 A
(c) 0.59
(d)1.26 A
83. আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না?
(a) সেক্টর ১১
(b) ৯ সেক্টর
(c) ৮ সেক্টর
(d) সেক্টর ১০
84. কোন বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ঐ বস্তুর নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হলে তাকে কি বলা হয়?
(a) দৈর্ঘ্য দীর্ঘায়ন
(b) দৈর্ঘ্য সংকোচন
(c) কাল প্রসারন
(d) কাল সংকোচন
85.Which is the following sentence contain an adjective clause?
(a) The amound I had in the bank was exactly sixty pounds
(b) He hoped that he would win the prize
(c) I was quite well so long as I stayed there
(d) you many criticize what I do
86. নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
(a) কুলম্ব
(d) ভোল্ট
(c) সিমেন্স
(b) অ্যাম্পিয়ার
87. কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, উক্ত বস্তুর ভরবেগ বাড়বে?
(a) 100%
(b) 300%
(c) 50%
(d) 15%
88. একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন অনুযায়ী কণাটির মোট শক্তি কত?
(a) 5KT/2
(b) 2KT/5
(c) 5KT
(d) KT/5
89. স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি?
(a) সলিয়নডাল
(b) গ্র্যাডিয়েন্ট
(c) ক্রস গুণন
(d) ডাইভারজেন্স
90. কার্নো ইঞ্জিনের কোন ধাপে তাপ বর্জন হয়?
(a) প্রথম
(b) তৃতীয়
(c) চতুর্থ
(d) দ্বিতীয়
91 . Choose the correct word for the blank 'They are not accustomed___________ such a life style ?
(a) by
(b) With
(c) to
(d) of
92. যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কি কোষ বলে?
(a) অস্টিওব্লাস্ট
(b) কুফার কোষ
(c) মাইক্রোগ্লিয়া
(d) ডেনড্রাইটিক কোষ
93. নিচের চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিন্ড কোন প্রাণীতে দেখা যায়?
(a) কুমীর
(b) কচ্ছপ
(c) টিকটিকি
(d) সাপ
94. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের ওজনের কত শতাংশ রক্ত থাকে?
(a) ৭-৮%
(৮) ১৫-১৯%
(c) ১৯-২০%
(d) ১০-১৫%
95. "I wish we did not have to use__________car for the trip to your reunion" Fill up the gap in the above sentence with the correct pronoun ?
(a) ourselves
(b) our
(c) us
(d) we
96. স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি 100ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?
(a) 10-12
(b) 16-19
(c) 8-11
(d) 14-17
97. ব্লাড গ্রুপ AB তে প্লাজমায়-
(a) কোন antibody থাকে
(b) A antibody থাকে
(c) A B antibody থাকে
(d) B antibody থাকে
98. আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
(a) Gracula religiosa
(b) Copsychus saularis
©Passer domesticus
(d) Columba livia
99. “He took adventage __________my absence with the appropriate preposition bellow-
(a) for
(b) of
(c) On
(d) to
100.বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছেন?
(a) ১৯৯১
(b) ১৯৯৮
(c) ১৯৯৫
(d) ১৯৮৮
উত্তরসমূহ: 1.A 2.D 3.B 4.A 5.A 6.D 7.C 8.D 9.D 10.C 11.C 12.D 13.D 14.D 15.C 16.B 17.A 18.D 19.A 20.D 21.D 22.B 23.C 24.B 25.D 26.B 27.D 28.B 29.C 30.B 31.D 32.A 33.C 34.A 35.C 36. C 37.A 38.B 39.D 40.A 41. A 42.C 43.D 44.A 45.C 46.A 47.D 48.D 49.A 50.C 51.A 52. D 53.C 54.A 55. C 56.C 57.A 58. D 59.A 60.C 61.B 62.A 63.B 64.D 65.C 66.D 67.D 68.D 69.D 70.D 71.A 72.C 73.A 74.C 75.B 76.B 77.B 78.B 79.D 80.C 81.A 82.B 83.D 84.B 85.A 86.B 87.A 88.A 89.B 90.B 91.C 92.B 93.A 94.A 95.B 96.D 97.A 98.B 99.B 100.D